ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

হায়দরাবাদেই বাংলাদেশ-ভারত টেস্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ০৯ জানুয়ারি ২০১৭ , ০৯:০৮ পিএম


loading/img

বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ আয়োজন করতে পারবে না হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ)। এমন গুঞ্জনে সরব ক্রিকেটাঙ্গন। তবে একে গুজব বলে উড়িয়ে দিলেন এইচসিএ’র সচিব কে জন মনোজ।

বিজ্ঞাপন

গেলো রোববার বেশ কয়েকটি গণমাধ্যমে খবর আসে, বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ আয়োজন করতে পারছে না এইচসিএ। অ্যাসোসিয়েশন’র পক্ষ থেকেই নাকি বিষয়টি সরাসরি জানিয়ে দেয়া হয়।

এর প্রেক্ষিতে সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন কে জন মনোজ। এককথায় এটিকে রটনা বলেও উড়িয়ে দিলেন।

বিজ্ঞাপন

এইচসিএ’র সচিব পরিস্কার জানিয়ে দেন, এমন কোনো কথা-ই হয়নি। এইচসিএ টেস্ট আয়োজন করার ব্যাপারে কখনোই এমন মনোভাব দেখায়নি। এরই মধ্যে ওই টেস্টের বিজ্ঞাপনের জন্য টেন্ডার ডাকা হয়েছে। টেস্টটি ঘিরে আরো কিছু চুক্তি আসছে দু’দিনের মধ্যেই করবো। আমি জানি না, কে এ মিথ্যাচার করলো।

রাজ্য অ্যাসোসিয়েশনগুলোতে ফান্ড সমস্যা রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই রাজ্য অ্যাসোসিয়েশনগুলোর টাকা আটকে দেয়। তবে ম্যাচ আয়োজনের সময় ছাড় দেয়া হয়। এ অবস্থায় বাংলাদেশ টেস্টের ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন।

কে জন মনোজ বলেন, সব সংস্থাকেই সুপ্রিম কোর্ট থেকে ছাড়পত্র পেতে হবে। সবার জন্যই একটা নির্দিষ্ট ফান্ড অ্যাপেক্স কোর্ট দিয়ে রেখেছে। আর একটা টেস্ট আয়োজন করার জন্য আমরা বিজ্ঞাপন থেকেই পর্যাপ্ত টাকা তুলে নিতে পারবো।

বিজ্ঞাপন

শুধু তাই নয়, বাংলাদেশ এ ম্যাচের বেশ কিছুদিন আগে এসে একটি ৩ দিনের অনুশীলন ম্যাচও খেলতে চাইছে। তাতেও আপত্তি নেই এইচসিএ’র। ১ সপ্তাহ আগে ভারতে চলে আসার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। সচিব অবশ্য মিথ্যা রটনার জন্য সরাসরি বিসিসিআই’র বরখাস্ত কর্মকর্তাদের দিকেই আঙুল তুলেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমার বিশ্বাস এ রটনা সেসব বিসিসিআই কর্মকর্তারাই করছেন যারা অপসারিত। তাই আবারো বলছি, বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ আয়োজন করছে হায়দরাবাদ।

৮ ফেব্রুয়ারি থেকে হায়দরাবাদে শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ড সফরে। ২৪ জানুয়ারি কিউইদের বিপক্ষে সিরিজ শেষ হবে। দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম নিয়েই ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন টাইগাররা। 

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |